মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি, ছবিতে লেখা ‘রাষ্ট্রদ্রোহী’

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর দেহভস্মের কিছু অংশ চুরি হয়ে গেছে। মধ্য প্রদেশের রেওয়ার ‘বাপু ভবন’ থেকে গত বুধবার ওই চুরির ঘটনা ঘটে। গত বুধবারই ছিল মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্মদিন। ‘বাপু ভবনে’ থাকা গান্ধীর ছবির পাশে ‘রাষ্ট্রদ্রোহী’ শব্দটি লিখে দেয় দুর্বৃত্তরা।
‘বাপু ভবন’ স্মৃতিসৌধের কেয়ারটেকার মঙ্গলদীপ তিওয়ারি বলেন, ‘আমি ভোরে ভবনের দরজা খুলে দিয়েছিলাম। কারণ সেদিন ছিল গান্ধীর জন্মদিন। রাত ১১টায় আমি ফেরার পর দেখলাম, গান্ধীর দেহভস্ম নেই এবং তাঁর ছবি বিকৃত করা হয়েছে।’ সংবাদমাধ্যম বিবিসি ওই তথ্য জানিয়েছে।
স্থানীয় কংগ্রেস নেতা গুরমিত সিং এ ব্যাপারে থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মহাত্মা গান্ধীর ছবিতে দুর্বৃত্তরা লিখেছে ‘রাষ্ট্রদ্রোহী’। ছবি : সংগৃহীত
গুরমিত সিং বলেন, ‘এই পাগলামি বন্ধ করতে হবে। আমি রেওয়া পুলিশকে বাপু ভবনের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখার আহ্বান জানাচ্ছি।’
মহাত্মা গান্ধী ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর অহিংস আন্দোলনের ইতিহাস আজো সারাবিশ্বে সমাদৃত। তবে তাঁর অহিংস মনোভাবের কারণে তিনি কট্টরপন্থীদের চক্ষুশূলে পরিণত হন।
১৯৪৮ সালে এক হিন্দু কট্টরপন্থীর হাতে নিহত হন মহাত্মা গান্ধী। তাঁর মৃত্যুর পর হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়। তবে তাঁর দেহভস্ম নদীতে ছড়িয়ে দেওয়া হয়নি। ‘বাপু ভবনে’ অন্যান্য আরো কিছু স্মৃতিবিজড়িত জিনিসের সঙ্গে সংরক্ষিত ছিল এই দেহভস্ম।