মামলার শুনানিতে গিয়ে স্ত্রীকে তিন তালাক!

সংসদে বিল পাশ হওয়ার পরে গত জুলাই মাস থেকে ভারতে আইনি ভাবে নিষিদ্ধ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক। আইন মোতাবেক তিন তালাক এখন শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তাতে যে অনেকেরই বিশেষ হেলদোল নেই ফের একবার প্রমাণ মিলল রাজস্থানের কোটা শহরে।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, কোটার বাসিন্দা এক ব্যক্তি তাঁর স্ত্রীকে তিন তালাক দেন। কারণ হিসেবে জানা গেছে, ওই ব্যক্তি তাঁর ছেলের জন্য একটি ক্যারাম বোর্ড কেনেন। কিন্তু বিষয়টি মেনে নেননি তাঁর স্ত্রী। ছেলের জন্য কেনা উপহার ক্যারাম বোর্ড তিনি নেননি। এই কারণে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেন ওই ব্যক্তি।
জানা যায় ওই নারী আগেও স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন। তারপর থেকে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ওই নারী। আর মায়ের সঙ্গেই থাকে তাঁদের সন্তান।
সম্প্রতি সেই মারধরের মামলার শুনানি ছিল আদালতে। সেখান থেকে ফেরার পথে স্ত্রীকে থামিয়ে ছেলের জন্য একটি ক্যারাম বোর্ড দিতে চান ওই ব্যক্তি। কিন্তু ক্যারাম বোর্ড নিতে চাননি ওই নারী। এই রাগে সেখানেই তিন তালাক দেন ওই ব্যক্তি।
তালাকের ঘটনার পর ফের থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। যদিও অভিযুক্ত এখনো গ্রেপ্তার হননি।