উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল : ভারতের রাষ্ট্রপতি

আর্থ-সামাজিক উন্নয়নের বিবেচনায় বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য এক রোল মডেল বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
আজ শনিবার ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘আমরা এক সঙ্গে আমাদের অংশীদারত্বের সোনালি অধ্যায় রচনা করছি।’
রামনাথ কোবিন্দ বলেন, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত এ সম্পর্ককে পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে আরো জোরদার করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করেন। ছবি : ফোকাস বাংলা
‘আমাদের অংশীদারত্ব ঐতিহাসিক, সময়ের নিরিখে পরীক্ষিত ও টেকসই, যা গড়ে উঠেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে,’ উল্লেখ করে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, এ যাত্রায় বাংলাদেশের সঙ্গী হতে পেরে ভারত সম্মানিত। তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় প্রকল্পগুলো একটি সংযুক্ত ও সমৃদ্ধ এলাকা সৃষ্টি করবে।
সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন ভারতীয় রাষ্ট্রপতি। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ, বিদ্রোহ ও হিংস্র উগ্রবাদ দমনে তাদের যৌথ প্রচেষ্টা ফল দিচ্ছে।