এবার বাংলায় নরেন্দ্র মোদির টুইট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনাকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ ব্যাপারে বাংলাতেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
গতকাল শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরই টুইট বার্তায় এ মন্তব্য করেন মোদি।
ওই টুইটে নরেন্দ্র মোদি বাংলায় লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে পর্যালোচনা করেছি।’
এর আগে গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার দিনের ভারত সফরের দ্বিতীয় দিন শুক্রবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেন শেখ হাসিনা। সেখানে বাংলাদেশকে দ্রুত অর্থনৈতিক সম্ভাবনার দেশ ও ব্যবসার জন্য আকর্ষণীয় গন্তব্য বলে বর্ণনা করেন তিনি। এরই সঙ্গে উঠে আসে পেঁয়াজের প্রসঙ্গও। এ বিষয়ে অবশ্য রসিকতা করে হিন্দিতেই কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা হিন্দিতে বলেন, ‘পেঁয়াজ পাওয়া আমাদের দেশে কঠিন হয়ে উঠেছে। আমি জানি না, আপনারা রপ্তানি বন্ধ করলেন কেন। আমি আমার রাঁধুনিকে বলেছি, পেঁয়াজ ছাড়াই খাবার বানাতে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘আগে থেকে জানালে ভালো হতো। আমরা অন্য জায়গা থেকে আনতে পারতাম। হঠাৎ করেই এটা বন্ধ করে দেওয়ায় আমাদের জন্য বিষয়টি কঠিন হয়ে গেল। এরপর যদি কখনো আপনারা এমন সিদ্ধান্ত নেন, আগে থেকে জানালে খুব ভালো হয়।’
গতকাল নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ‘প্রাণবন্ত কথোপকথন’ হয়েছে।
এরপর নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উদ্বোধন হয়েছে তিনটি যৌথ প্রকল্প।