প্রধানমন্ত্রীর ভারত সফরে এবার গুরুত্ব পেল ত্রিপুরা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গুরুত্ব পেল ভারতের ত্রিপুরা রাজ্য। ভারতের অন্যতম বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এবারের সফরে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
গত বৃহস্পতিবার ত্রিপুরা থেকে দিল্লি উড়ে যান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেদিন রাতেই শেখ হাসিনার সম্মানে নৈশভোজের আয়োজন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোয়াজ্জেম আলী। ওই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন বিপ্লব দেব। ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠক করেন বিপ্লব দেব। বৈঠক শুরু হওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিপ্লব দেব। বেশ কিছু উপহারও তুলে দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও।
জানা যায়, বৈঠকে ত্রিপুরার সার্বিক উন্নয়নবিষয়ক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন বিপ্লব দেব। বৈঠকে মুখ্যমন্ত্রী আগরতলা থেকে ঢাকা সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি উত্থাপন করেন এবং এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপ্লবের সেই অনুরোধ সাদরে গ্রহণ করেন।
ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক গাড়ি চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে। উভয়েই তাতে অস্থায়ী রূপে অনুমতি দিতে সম্মত হয়েছেন বলে জানা যায়। ত্রিপুরা থেকে রাবার, বাঁশসহ ১৪টি পণ্যসামগ্রী বাংলাদেশে রপ্তানি করার ব্যাপারে সে দেশের সরকার বিধিনিষেধ তুলে নেওয়ার আলোচনা হয়। স্থলবন্দর নিয়ে যেসব সমস্যা ছিল, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
ত্রিপুরার প্রধান ভাষাও বাংলা। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলাভাষী রাজ্য ত্রিপুরার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিপ্লব দেবও।
গত বৃহস্পতিবার দিল্লিতে হাসিনার সঙ্গে বৈঠক শেষে রাজ্যে ফিরে বিপ্লব দেব নিজেও টুইট করে জানান, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ।