সেলফি তুলতে গিয়ে নববধূসহ ৪ জনের মৃত্যু

কিছুটা পানিতে নেমে একে অপরের হাতে হাত রেখে সেলফি তুলতে চেয়েছিলেন নবদম্পতি। সঙ্গে ছিল তাদের আরো চার ভাইবোন। কিন্তু পিছলে পড়ে প্রাণ হারিয়েছেন নববধূসহ চারজন।
গত রোববার ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরির বারগুর এলাকার এক নবদম্পতি উঠানগড়াই এলাকায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে পাশ্ববর্তী বাঁধ ও জলাধার দেখতে যান। সেখানে একটি বাধের বিশাল জলাধারকে পেছনে রেখে একটা সেলফি তুলতে গিয়ে ছয়জনের মধ্যে ১৪ বছর বয়সী এক ছেলে ১৮ ও ১৯ বছর বয়সী দুই বোনকে নিয়ে পানিতে পড়ে যায়। পরক্ষণেই পড়ে যান নববধূও। চারজনই পানিতে পড়ে হারিয়ে যান। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। কোনমতে স্বামী ও তাঁর বোন বেঁচে যান। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে এমনটি বলা হয়েছে।
এ যাবৎ সেলফি তুলতে গিয়ে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ভারতে। ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে ভারতে ২৫৯ জন মানুষ সেলফি তুলতে গিয়ে মারা যান। যা সারা বিশ্বের নিহতের প্রায় অর্ধেক। এই তালিকায় পরেই রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নাম।