পশ্চিমবঙ্গে নবমীর রাতে তৃণমূল নেতা খুন

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় কুরবান শাহ (৩২) নামের এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুর্গাপূজার নবমীর রাতে জেলার পাশকুড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে তাকে হত্যা করা হয়।
নিহত কুরবার শাহ পাশকুড়া এলাকার স্থানীয় তৃণমূল নেতা ও পাশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, সোমবার রাতে পাশকুড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বসে ছিলেন কুরবান শাহ। রাত ১০টার দিকে হঠাৎ ওই কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা বলছেন, অন্তত সাত ব্যক্তি বাইকে করে কার্যালয়ের সামনে যায়। তারপর কার্যালয়ে ঢুকে কুরবান শাহকে লক্ষ্য করে গুলি ছুড়েই পালিয়ে যায় তারা। এ সময় কার্যালয়ের ভেতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কুরবান। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পাশকুড়া থানা পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।