খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করব : অমিত শাহ

বিজেপি সরকার ভারতজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি চালু করবে। খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করবে। ভারতে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ফের একবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
অমিত শাহ বলেন, ২০২৪ সালে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে দেশছাড়া করা হবে। বিজেপিই দায়িত্ব নিয়ে একাজ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ভারতের হারিয়ানা রাজ্যে নির্বাচনী প্রচারে যান শাহ। চলতি মাসের ২১ তারিখ সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
অমিত শাহ বলেন, ‘সংবিধানের ৩৭০ ধারা বাতিল করতে হিম্মতের প্রয়োজন ছিলো। যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রয়েছে। ভারতের মাটিতে তিন তালাকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা ২০২৪ সালে ফের আপনাদের ভোট চাইতে আসব। তবে এর আগে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করার কাজ বিজেপি সরকার করবে।’ তিনি আরো বলেন, ‘৭০ বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের মাটিতে এসে আমাদের নিরাপত্তা ও অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। এই বিজেপি সরকার প্রতিজ্ঞা করেছে এনআরসি তৈরি করে ওই সব অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়ানোর।’