ইনস্টাগ্রামে বিশ্বনেতাদের মধ্যে শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইনস্টাগ্রামে সারা বিশ্বের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে এক নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পেছনে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও। ইনস্টাগ্রামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলোয়ার্স ৩০ মিলিয়ন (তিন কোটি)। এর পরেই ২৫ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স ১৪ দশমিক ৯ মিলিয়ন।
ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। মোদির ফলোয়ার সংখ্যার স্ক্রিনশট দিয়ে জেপি নাড্ডা টুইট করেছেন, ‘ইনস্টাগ্রামে ৩০ মিলিয়নের বেশি ফলোয়ার্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে তিনি। এটা তাঁর জনপ্রিয়তা ও যুবসমাজের সঙ্গে যোগাযোগের প্রমাণ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মোদি বরাবরই সক্রিয়। তিনি যেসব অনুষ্ঠানে যোগদান করেন, বিভিন্ন সময়ে তার ছবি শেয়ার করেন। চলতি সপ্তাহে তামিলনাড়ুর মাল্লাপুরমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির আনুষ্ঠানিক বৈঠকের ছবিটি ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয় হয়। এ ছাড়া তামিলনাড়ুর মাল্লাপুরমে তাঁর জঞ্জাল সাফাইয়ের ছবিতে প্রায় মিলিয়ন সংখ্যক লাইক পড়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছেই রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর ফলোয়ার্স ৩০ লাখ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মিলিতভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার্স ২২ লাখ ২৭ হাজার।
তবে ইনস্টাগ্রাম ছাড়াও টুইটারেও বেশ জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তাঁর ফলোয়ার্স পাঁচ কোটি। তবে টুইটারে ডোনাল্ড ট্রাম্পের পেছনে রয়েছেন নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টের ফলোয়ার্স সংখ্যা সাড়ে ছয় কোটি। অন্যদিকে, মোদি ও ট্রাম্পকে পেছনে ফেলে টুইটারে এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর টুইটার ফলোয়ার্স ১০ কোটি ৯ লাখ।