নবজাতককে জীবন্ত কবর দিয়েছিল বাবা!

কোন প্রবাদ মানবেন? মেয়েদের জান কই মাছের প্রাণ? নাকি, রাখে আল্লাহ মারে কে? দুটোই বোধ হয় এ ঘটনার সঙ্গে খুব ভালো মানানসই। নিশ্চয়ই মনে মনে পুত্রসন্তান কামনা করেছিলেন বাবা। কিন্তু জন্ম নিয়েছে মেয়ে। অনাকাঙ্ক্ষিত সন্তানকে তাই পৃথিবীর আলো ভালো করে দেখতে না দিয়েই মাটির পাত্রে শুইয়ে, নিজের হাতে তিন ফুট গভীর গর্ত খুঁড়ে জীবন্ত কবর দিলেন বাবা! কিন্তু কপালের লিখন খণ্ডাবে কে? এত কিছুর পরও প্রাণে বেঁচে গেল চোখের বালি সেই সদ্যোজাত মেয়ে। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী ভারতের উত্তরপ্রদেশের বেরিলি এলাকার মানুষ।
ঘটনাটি দেখতে পেয়েই রীতেশ কুমার সিরোহি নামের এক ব্যবসায়ী সদ্যোজাত সন্তানকে উদ্ধার করে দুধ খাওয়ান। মেয়েটিকে বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, গত বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্যবসায়ী সারোহির পুলিশ কর্মকর্তা স্ত্রী। গত বৃহস্পতিবার তিনি সাত মাসের এক অপুষ্ট সন্তানের জন্ম দেন। জন্মের কয়েক মিনিট পরেই সদ্যোজাতের মৃত্যু হয়। নিজের সন্তানের জন্য কবর খুঁড়তে গিয়েই বেরিয়ে আসে মাটির পাত্রে শোয়ানো সদ্যোজাত কন্যাসন্তানের দেহ। তখনো ধুকপুক করছে তাঁর হৃৎপিণ্ড।
এরপরেই মেয়ে নবজাতককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। নবজাতকের অভিভাবককে খুঁজে বের করতে কাজ করছে স্থানীয় পুলিশ।