কলকাতা মাতল ফুটবলে, স্টেডিয়ামে উড়ছে দুই দেশের পতাকা

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচ ঘিরে প্রবল উৎসাহে ফুটছে দুই দেশের ফুটবলপ্রেমীরা। একে ভারত বাংলাদেশের মধ্যে টানটান ম্যাচ। এর ওপর প্রায় আট বছর পর কলকাতার যুবভারতীতে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ফলে এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহের পারদ একেবারে তুঙ্গে।
ম্যাচ শুরুর আগেই দুই দেশের লড়াই দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছে হাজার হাজার দর্শক। এরইমধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট। দূর দুরান্ত থেকে হাজির হয়েছে ফুটবলপ্রেমীরা। যুবভারতী ক্রীড়াঙ্গনজুড়ে এখন শুধুই ভারত ও বাংলাদেশের পতাকার ভিড়।
ম্যাচ শুরুর আগে থাকতেই উৎসবের পরিবেশে মেতে উঠেছে যুবভারতী। দুই দেশের ফুটবল প্রেমী মানুষের ভিড়ে জমজমাট এখন যুবভারতী। ম্যাচ শুরু ঘন্টা দুই আগে থাকতেই এদিন যুবভারতীতে ভারত ও বাংলাদেশের পতাকা হাতে নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন দুই দেশের সমর্থকরা। এবারে ফুটবলকে ঘিরে মৈত্রীর সুতোয় বাঁধা পড়তে যেন মরিয়া দুই দেশের সমর্থকরা। সব মিলিয়ে ভারতের সুনীল ছেত্রী আর বাংলাদেশের জামাল ভূঁইয়াদের টক্করের সাক্ষী থাকতে কলকাতা যেন উপচে পড়েছে যুবভারতীতে।