গোখরা হাতে ‘গরবা নাচ’, গ্রেপ্তার পাঁচ (ভিডিওসহ)

বিষাক্ত গোখরা সাপ হাতে মঞ্চে উঠে গুজরাটের ঐতিহ্যবাহী ‘গরবা নাচ’ ও সাপের খেলা দেখাচ্ছিলেন একদল নারী। এই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই টনক নড়ে প্রশাসনের।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, এই ঘটনায় তিন নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যে।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল নারী মঞ্চে উঠে সাপ নিয়ে গুজরাটের ঐতিহ্যবাহী ‘গরবা নাচ’ ও খেলা দেখাচ্ছেন। ওই নারী দলের সঙ্গে ১২ বছরের এক কন্যা শিশুও রয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক সারিতে তিন নারী দাঁড়িয়ে আছেন। তঁদের মধ্যে দুজনের হাতে দুটি বিষাক্ত গোখরা। আরেকজনের এক হাতে তরবারি ও অন্য হাতে সাপের লেজ ধরে রেখেছেন তিনি। সাপটি মঞ্চের ওপর মাথা ছুঁইয়ে পালানোর জন্য ছটফট করছে। বাকিরা মনের সুখে নেচে চলেছেন ‘গরবা নাচ’।
ঘটনা জানাজানি হতেই গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তাদের। যে তিন নারী সাপ নিয়ে নাচছিলেন তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।