বাবরি মসজিদ মামলার শেষ শুনানিতে হট্টগোল, নথি ছিঁড়লেন আইনজীবী

নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগেই শেষ হলো ভারতের বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার শুনানি। আজ বুধবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ করা হয়।
বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্ট। আজ মামলার শুনানির ৪০তম দিনে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘যথেষ্ট হয়েছে। আজই এ মামলার শুনানি শেষ করতে হবে।’
এর পরই আদালত জানিয়ে দেন, ‘আজ বিকেল ৫টায় এই মামলার শুনানি শেষ করতে হবে। শুনানি আজ যে শেষ করতে চায় দেশের শীর্ষ আদালত, তা গতকালই স্পষ্ট করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।’
গত ৬ অগাস্ট থেকে এ মামলার দৈনিক শুনানি শুরু হয়েছিল।
এদিন শুনানি চলাকালীন নাটকীয় মুহূর্ত তৈরি হয়। আজ আদালতে কিছু নথি পেশ করেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আইনজীবী। এর পরই তীব্র আপত্তি করে মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধাওয়ান। হিন্দু মহাসভার পেশ করা ওই বই, কিছু নথি ও ম্যাপ ছিঁড়ে ফেলেন ধাওয়ান।
আদালতে ধাওয়ান জানান, হিন্দু মহাসভার ওই নথিকে সাক্ষ্য হিসেবে গণ্য করা যাবে না। এর পরই ওইসব নথি ছিঁড়ে ফেলেন তিনি।
ওই ঘটনার পর হিন্দু মহাসভার আইনজীবীকে ফের নথি পেশ করতে বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেন, ‘আপনারা আদালতের সময় নষ্ট করছেন। ওইসব নথি পড়ে দেখে নিতে পারেন বিচারপতিরা। এ রকম চললে এজলাস ছেড়ে চলে যেতে পারেন বিচারপতিরা।’
ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছিলেন শিগগিরই এ মামলায় শীর্ষ আদালত রায় ঘোষণা করতে পারেন। এই প্রেক্ষাপটে অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।