মোদি জি, গরু বাদ দিয়ে নারীদের দিকে নজর দিন (ভিডিওসহ)

গরুর ওপর থেকে নজর সরিয়ে নারীদের দিকে বেশি নজর দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন দেশটির এক সুন্দরী।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি নাগাল্যান্ডের রাজধানীতে ‘মিস কোহিমা প্যাজেন্ট’ প্রতিযোগিতায় বিচারকের প্রশ্নোত্তর পর্বে ভিকুওনু সাচু (১৮) নামে এক প্রতিযোগী মোদিকে এই পরামর্শ দেন। সুন্দরীর ওই বক্তব্যের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার এক প্রশ্নোত্তর পর্বে ভিকুওনু সাচুকে বিচারক প্রশ্ন করেন, ‘যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান, আপনি তাঁকে কী বলবেন?’
জবাবে ওই তরুণী বলেন, ‘যদি আমি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার আমন্ত্রণ পাই, তবে আমি তাঁকে বলব, গরুদের থেকে নারীদের দিকে বেশি নজর দিন।’
সাচুর জবাবে হাততালির শব্দ ধ্বনিত হয় গোটা হলে। বিচারক ও প্রতিযোগীর এই প্রশ্নোত্তর পর্বের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। গত সোমবার পোস্ট হওয়া ভিডিওটি এরই মধ্যেই প্রায় ৯৫ লাখ বার দেখা হয়েছে।