ডেঙ্গুতে প্রাণ গেল শিশুশিল্পীর

ডেঙ্গুতে মারা গেছে শিশুশিল্পী গোকুল সাই কৃষ্ণ। গত ১৭ অক্টোবর মারা যায় ‘জুনিয়র বালাকৃষ্ণ’ নামে পরিচিত ওই শিশুশিল্পী। তেলেগু ভাষার শিল্পী গোকুল ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শোর নিয়মিত প্রতিযোগী ছিল।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ভারতের ছিট্টর জেলার মদনপল্লির বাসিন্দা ছিল গোকুল। দুদিন জ্বরে আক্রান্ত থাকার পর গোকুলের বাবা যোগেন্দ্র ও মা সুমঞ্জলি চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথিমধ্যেই গোকুল মারা যায়।
গোকুলের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েন অভিনেতা বালাকৃষ্ণসহ অন্য শিল্পীরা। গোকুলের পরিবারের প্রতি সমবেদনা জানান অভিনেতা বালাকৃষ্ণ। চলচ্চিত্র জগতের পরিচিত মুখেরা গোকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেন। সেইসঙ্গে গোকুলের প্রতি তাঁদের ভালোবাসাও প্রকাশ করেন। পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান।