মোদি সরকার অর্থনীতি নিয়ে সার্কাস দেখাচ্ছে : প্রিয়াঙ্কা

মোদি সরকার ভারতের অর্থনীতি নিয়ে সার্কাস দেখাচ্ছে। এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। প্রিয়াঙ্কা বলেন, ভারতের বর্তমান অর্থনীতির বেহাল অবস্থা। এ অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাজ হলো দেশের অর্থনীতির উন্নতি ঘটানো। কমেডি সার্কাস দেখানো সরকারের কাজ নয়।
প্রিয়াঙ্কা তাঁর টুইটারে সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রীর কটাক্ষেরও কড়া জবাব দেন। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল গত শুক্রবার বলেছিলেন, অর্থনীতিতে পুরস্কার অর্জনকারী ভারতীয় আমেরিকান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী। ভারতের জাতীয় কংগ্রেসের গত লোকসভা ভোটের আগে প্রস্তাবিত ‘ন্যায়’ নামক আয় প্রকল্প তাঁরই মস্তিষ্কপ্রসূত। সেই ন্যায় প্রকল্পকে ভারতীয় ভোটাররা গত লোকসভা ভোটে প্রত্যাখ্যান করেছেন। তা গ্রহণ করার প্রয়োজন মনে করেননি ভারতের মানুষ।
কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সেই মন্তব্যের নিন্দা করে টুইট করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘ভারতের অর্থনীতি ভেঙে যাচ্ছে। আপনাদের কাজ অর্থনীতির উন্নতি করা। কমেডি সার্কাস চালানো নয়।’
প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতের বিজেপি নেতারা নিজেদের কাজ না করে অন্যের সমালোচনায় ব্যস্ত। এমনকি অন্যের সাফল্যকেও অস্বীকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থনীতিতে নোবেল বিজয়ী তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও সৎ ছিলেন বলেই নোবেল জিতেছেন। সেই সত্য আজ মেনে নিতে কষ্ট হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের।’