শুরু হলো ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের বিধানসভার ভোট গ্রহণ

শুরু হলো ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের বিধানসভার ভোট গ্রহণ। মহারাষ্ট্রে আজ সোমবার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হাজার ২৩৭ জন প্রার্থী। অন্যদিকে হরিয়ানাতে লড়ছেন এক হাজার ১৬৯ প্রার্থী।
একই সঙ্গে আজ ভারতের ১৮টি রাজ্যের ৫১টি বিধানসভা ও দুটি লোকসভা আসনে চলছে উপনির্বাচন। উপনির্বাচন চলছে উত্তরপ্রদেশের ১১টি, বিহারের পাঁচটি, গুজরাটের ছয়টি, রাজস্থান, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ুর দুটি করে আসনে, আসাম ও পাঞ্জাবের চারটি করে আসনে, কেরালার পাঁচটি আসনে ও সিকিমের তিনটি আসনে। এ ছাড়া উপনির্বাচন রয়েছে ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মেঘালয় পুদুচেরি ও তেলেঙ্গানা রাজ্যেও।
মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরে আসতে মরিয়া বিজেপি। অন্যদিকে ভারতের জাতীয় কংগ্রেস চাইছে, তাদের পুরোনো আসন ধরে রাখয়ে। মূলত বিজেপি ও কংগ্রেসের লড়াই চলছে মহারাষ্ট্র ও হরিয়ানায়। এ দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজ্য দুটিতে অনেকটা হলেও দুর্বল কংগ্রেস।
মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি যেভাবে জোরালো প্রচার করেছে, তার ধারেকাছে থাকতে পারেনি কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির হয়ে এ দুই রাজ্যেই সর্বাত্মক প্রচার সেরেছেন। মহারাষ্ট্রে কার্যত পড়ে থেকে প্রচার সেরেছেন বিজেপি সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের বিধানসভা নির্বাচনে এ দুই রাজ্যেই বিজেপির ভোটের প্রচারের মূল ইস্যু ছিল ৩৭৯ অনুচ্ছেদ বিলোপ। মহারাষ্ট্রে মোট ২৮৮ আসন বিশিষ্ট বিধানসভা ভোটে বিজেপি এবার লড়াই করছে দেড়শটি আসনে। বিজেপি শরিক শিবসেনা লড়াই করছে ১২৪টি আসনে। বাকি আসনগুলোতে লড়াই করছে বিজেপির অন্যান্য শরিক।
পাশাপাশি, মহারাষ্ট্রে এনসিপিকে সঙ্গে নিয়ে লড়াই করছে কংগ্রেস। অন্যদিকে এদিন ভোট গ্রহণ চলছে হরিয়ানা রাজ্যের ৯০টি বিধানসভা আসনেও। এবারের নির্বাচনে এই রাজ্যে ভোটের প্রধান ইস্যু রাজ্যটির নানাবিধ সমস্যা। তবে এই রাজ্যে প্রচারে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপ্রাণ চেষ্টা করেছেন ৩৭০ অনুচ্ছেদ বিলোপ ও সার্জিক্যাল স্ট্রাইকের মতো বিষয়টি তুলে আনতে। একই সঙ্গে মোদি হরিয়ানার চাষিদের প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতের নদীগুলো দিয়ে যে পানি পাকিস্তানে বয়ে যাচ্ছে, তা তিনি হরিয়ানার চাষিদের দেবেন। এর জন্য সাড়ে তিন লাখ কোটি রুপি খরচের ঘোষণাও দেন তিনি। পক্ষান্তরে, হরিয়ানা রাজ্যে সে অর্থে প্রচারের ঝড় তুলতে পারেনি কংগ্রেস।
এদিন সকালেই মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে ভোট দেন নীতিন গড়করি, নাগপুর সেন্ট্রাল আসনে ভোট দেন রাষ্ট্রীয় সেবক সংঘ আরএসএসপ্রধান মোহন ভাগবত। অন্যদিকে, মুম্বাই আসনে এদিন সকালেই ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।