ভারতের গোল্ডেন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিওসহ)

ভারতের মধ্যপ্রদেশে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও এতে হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজ্যের দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ সোমবার সকালে ইন্দোরের বিজয়নগর এলাকার গোল্ডেন হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ‘আগুন লাগার খবর পেয়েই আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে অগ্নিদগ্ধ হোটেল থেকে বেশ কয়েকজনকে বের করে আনা হয়। বর্তমানে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে; পরে যদিও এর সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।’