মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি, হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই

আজ ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হবে। মহারাষ্ট্রে পুনরায় জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী বিজেপি ও শিবসেনা জোট। ভোটের পর বুথফেরত সমীক্ষাগুলো দুই রাজ্যেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। গণনার প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছিল দুই রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে শুরু হয়েছে ভোট গণনা। গণনার প্রাথমিক ফলাফল বলছে, মহারাষ্ট্রে ১৬১টি আসনে এগিয়ে বিজেপি ও শিবসেনা জোট। অন্যদিকে কংগ্রেস ও এনসিপি জোট এগিয়ে ৬৭টি আসনে। অন্য দলগুলো এগিয়ে রয়েছে ১৮ আসনে। মহারাষ্ট্রের ২৮৮ আসনে ৩২ হাজার ২৩৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল আট কোটি ৯৮ লাখ। বিজেপি লড়ছে ১৬৪টি আসনে, আর শিবসেনা ১২৪ আসনে লড়াই করেছে। অন্যদিকে, কংগ্রেস ও এনসিপি লড়ছে ১২১ আসনে।
হরিয়ানা রাজ্যেও প্রাথমিকভাবে এগিয়ে বিজেপি। জানা গেছে, হরিয়ানার ৪১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তবে বিজেপিকে ছাড় দিচ্ছে না কংগ্রেস। এখানে ৩৯ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যরা এগিয়ে ১৩টি আসনে। এই হরিয়ানায় বুথফেরত সমীক্ষায় বিজেপি ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে কংগ্রেস ও বিরোধীরা দাবি করেছিল, হরিয়ানায় বেশ চাপে থাকবে বিজেপি। অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামে একটি সংস্থা তাদের বুথফেরত সমীক্ষা শেষে জানিয়েছিল, হরিয়ানায় বেশ চাপে থাকবে বিজেপি। বিজেপি বা কংগ্রেস কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে এই রাজ্যে গদির চাবি থাকবে জননায়ক জনতা পার্টির হাতে।