নির্বাচনে হেরে বিজেপি নারী প্রার্থীর দুঃখের টিকটক, ভিডিও ভাইরাল

অ্যান্ড্রয়েড মোবাইলের ভিডিও অ্যাপ টিকটকে গান, দুঃখের কিংবা মজার ভিডিও বানানো বর্তমান সময়ে তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। টিকটকের বদৌলতে অনেকেই পেয়েছেন তারকা খ্যাতি। আর এবার মনের ভাব প্রকাশ করতে জনপ্রিয় টিকটককেই বেছে নিলেন এক নারী প্রার্থী।
ভারতের হরিয়ানায় রাজ্যসভা নির্বাচনে হেরে যাওয়ার খবর শুনে আবেগঘন ভঙ্গিতে গানের সুরে ঠোঁট মিলিয়ে টিকটক ভিডিও বানালেন ওই প্রার্থী। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
হরিয়ানা রাজ্যসভার আদমপুর আসনে ক্ষমতাসীন বিজেপির টিকেট নিয়ে প্রার্থী হয়েছিলেন টিকটক সেনসেশন সোনালি ফোগাত। কিন্তু ভোটযুদ্ধে হেরে যান সোনালি। আর তাতেই হৃদয় ভেঙে খান খান।
নির্বাচনে হারের খবর তাঁকে এতটাই বেদনা দিয়েছে যে তিনি এখন একটু আনন্দের মুহূর্ত খুঁজে বেড়াচ্ছেন। আর তাই তো ‘খুশি কে পাল কাহা ধুরু’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে আবেগী ভঙ্গিতে বিছানায় লুটিয়ে পড়েন সোনালি।
নিজের ১৯ লাখের বেশি ফলোয়ারওয়ালা টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন সোনালি। আর তাতেই সোনালির ‘খুশি কে পাল কাহা ধুরু’ ভাইরাল।
টিকটকের জনপ্রিয়তায় ভর করে তিনবারের নির্বাচিত কংগ্রেসদলীয় সদস্য কুলদীপ বিষনুয়ীর বিপরীতে লড়েন তিনি। শুধু টিকটকই নয়, টিভি শোতেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে সোনালির। তবে ভোটের মাঠে তাঁর তারকা খ্যাতি কাজে দেয়নি।
২৯ হাজারেরও বেশি ভোটে হেরেছেন তিনি। কংগ্রেসনেতা বিষনুয়ী ৬৩ হাজার ৬৯৩ ভোট পেয়েছেন।
First Reaction of BJP Candidate #SonaliPhogat after Haryana Assembly Elections Result. #HaryanaAssemblyElections2019 pic.twitter.com/sq3yQH5P2m
— Arjun Mehar (@Arjun_Mehar) October 24, 2019