কর্নাটকে আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়

ভারতের কর্নাটক রাজ্যে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় কিয়ার। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে কর্নাটক উপকূলে দুই দিনের রেড এলার্ট জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ও কর্নাটক স্টেট ন্যাশনাল ডিজিস্টার মনিটরিং সেন্টারের তরফ থেকে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে তৎপরতা চালানো হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে কর্নাটক রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
এদিকে গত বুধবার থেকে রাজ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কর্নাটক স্টেট ন্যাশনাল ডিজিস্টার মনিটরিং সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবরের প্রথম ২৪ দিনে সাধারণত যেখানে ২১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে বৃষ্টি হয়েছে ৩৬৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আরব সাগরের পূর্ব-মধ্য অঞ্চলে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে। সেটি যে কোনো সময় নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলেও জানানো হয়েছে। যা আগামী ৬ থেকে ১২ ঘন্টার মধ্যে কর্নাটক, গোয়া ও দক্ষিণ কনকন অঞ্চলে আঘাত হানতে চলেছে। ঘূর্ণিঝড় কিয়ার আঘাত হানার পর উপকূলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে।