গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল অভিনেতার মরদেহ

ভারতের টেলিভিশন অভিনেতা শশীকুমারের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তামিল ভাষাভাষী এই অভিনেতার মরদেহ তামিলনাড়ুর জলারপেট্টাই রেলস্টেশনের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গত বুধবার এই ঘটনা ঘটে। ইন্ডিয়া টিভি নিউজের অনলাইন সংস্করণের প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।
তবে শশীকুমার কী আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে সূত্রমতে, বেশ জটিল সময় পার করছিলেন শশীকুমার। হতাশায় ভুগছিলেন তিনি।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, গাছে একটি মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরবর্তী সময়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর শশীকুমারের স্ত্রীকে খবর দেওয়া হয়।
শশীকুমার তামিল ভাষায় নির্মিত বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন কলিউড জগতে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘আর্থিক সমস্যা ছাড়াও অন্য কোনো কারণ আছে কি না, তা খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি।’