নব্বই দশকের বলিউড গানে নেচে ঝড় তুললেন নারী (ভিডিওসহ)

যুগটিই যেন ভাইরালের। ব্যতিক্রম কিংবা মজাদার যেকোনো খবর পেতে উদগ্রীব হয়ে থাকেন নেটিজেনরা। দারুণ কিছু অন্তর্জালে আসামাত্রই তা রীতিমতো লুফে নেন তাঁরা। লাইক, কমেন্ট আর শেয়ারের বাড়বাড়ন্ত অবস্থায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সবার কাছে। আর হয়ে ওঠে ভাইরাল। এবার জম্পেশভাবে নেচে ভাইরাল হলেন এক নারী।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি একটি নাচের ভিডিও ঝড় তুলেছে অন্তর্জালে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বদৌলতে সে ভিডিও এখন অনেকের স্মার্টফোনের পর্দায়। এতে দেখা যায়, ভারতের খ্যাতিমান শিল্পী অলকা ইয়াগনিকের একটি গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে নাচছেন এক নারী।
নব্বই দশকের সাড়া জাগানো ছবি ‘হাম হ্যায় রহি পেয়ারকে’ ছবির একটি গানে নাচতে দেখা যায় ওই নারীকে। বলিউড সুপারস্টার আমির খান ও অভিনেত্রী জুহি চাওলা অভিনীত ওই ছবি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এবার ওই ছবির গানে নেচে প্রশংসা ভাসলেন এক নারী। চলুন দেখে নেওয়া যাক ব্যাপক আলোচিত সেই ভিডিওটি—
ভিডিওটি এরই মধ্যে ১৬ হাজারেরও বেশি লাইক সংগ্রহ করেছে। এ ছাড়া মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জমা পড়েছে দেড় হাজারেরও বেশি। একজন নেটিজেন লেখেন, ‘খুব খুব সুন্দর।’ আরেকজন লেখেন, ‘হাসির কিছু নেই। ওজন কেবলই একটি সংখ্যা। তাঁর নাচের মুদ্রাগুলো অসাধারণ।’
যেভাবে হুহু করে নাচটি সবার কাছে ছড়িয়ে পড়ছে, তাতে এই ঝড় কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।