তিন মাসে ১ হাজার বই পড়েছেন, দাবি ভারতীয় রাজ্যপালের

তিন মাসে অন্তত এক হাজার বই পড়ে ফেলেছেন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সে হিসাবে, গত তিন মাসে প্রতিদিন গড়ে ১১টি করে বই পড়েছেন জগদীপ।
গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।
এ সময় জগদীপ বলেন, ‘তিন মাস হলো আমি এখানে এসেছি। এ সময়ের মধ্যে আমি এক হাজারের বেশি বই পড়েছি।’
সাহিত্য-সংস্কৃতিতে ভারতের ওপর কেউ নেই উল্লেখ করে রাজ্যপাল আরো বলেন, ‘অনেকে মনে করেন, শিক্ষা-সংস্কৃতিতে প্যারিস বিশ্বের সেরা। আমি প্যারিস গিয়েছি। খুব দায়িত্ব নিয়ে বলছি, সাহিত্য-সংস্কৃতিতে ভারতের ওপর কেউ নেই। আর তার মূল কেন্দ্র হলো বাংলা।’
পশ্চিমবঙ্গের ভূয়সী প্রশংসা করে রাজ্যপাল বলেন, ‘আমি বাংলার মানুষকে চিনতে চাই, জানতে চাই। এ রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে মিশে আরো ভালো করে বুঝতে চাই বাংলার সংস্কৃতি। কিন্তু অনেক সময় প্রটোকলে আটকে যাই। আমি প্রটোকলের লোক নই। আমি সাধারণ মানুষ। তবু প্রটোকল মানতে হয়। প্রটোকলের কারণে আমি সব বিষয়ে বলতে পারি না। কিন্তু আমার নীরবতাকে ভুল বোঝার সম্ভাবনা তৈরি হলে মুখ খুলি।’