কাশ্মীর ইস্যুতে ৯ লক্ষাধিক পোস্ট মুছেছে টুইটার

ভারত সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাশ্মীর প্রসঙ্গে ৯ লাখ ২০ হাজার পোস্ট মুছে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। বাকস্বাধীনতা নিয়ে কাজ করা বিশ্বখ্যাত সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।
গতকাল শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে এ বছরের আগস্ট পর্যন্ত দুই বছরে কাশ্মীর ইস্যুতে লেখা কয়েক লাখ টুইটার পোস্ট মুছে দেওয়া হয়েছে।
টুইটার বরাবর ভারত সরকারের ৫৩টি চিঠির বিপরীতে এ সময়ের মধ্যে ৪০০ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ। সিপিজে জানায়, এর মধ্যে ১৩টি চিঠি ভারতীয় নির্বাচন কমিশনের। এ বছরের জাতীয় নির্বাচনের আগে কয়েকশ অ্যাকাউন্টের একটি তালিকা টুইটারকে পাঠানো হয়। অন্য ৪০টি চিঠি পাঠায় ভারতের ইলেক্ট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
মুছে দেওয়া ওইসব পোস্ট করা অ্যাকাউন্টগুলোর তথ্য হাতে পেয়েছে সিপিজে। তবে ধারণা করা হচ্ছে, আসল সংখ্যা সিপিজের বলা ৯ লাখ ২০ হাজারের চেয়ে বেশি হতে পারে। তবে এই ৯ লাখ ২০ হাজার পোস্টের আদ্যোপান্ত প্রকাশ করে দিয়েছে, যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে।
তবে সিপিজে এও জানিয়েছে, ভারত সরকারের সব আবেদনই টুইটার রেখেছে এমনটিও নয়। ওই তালিকায় বেশ কিছু সাংবাদিকও রয়েছেন।
২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে টুইটারের এই পোস্ট মুছে দেওয়া বা অ্যাকাউন্ট বন্ধ করার ঘটনা ইদানীং অনেক বেড়েছে। ২০১২ সাল থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত মাত্র একটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। যদিও এই সময়ে ৯০০টি অ্যাকাউন্ট বন্ধ করার দাবি জানায় ভারত।
সিপিজে ক্ষতিগ্রস্ত কয়েকজনের সঙ্গে কথা বলেছে। এমনই একজন হলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জন্ম নেওয়া লেখক আহমেদ বিন কাশিম। তিনি বর্তমানে পাকিস্তানে থাকেন। এ বছরের শুরুতে কাশিমের অ্যাকাউন্টের মাধ্যমে ভারতের আইন ভাঙা হয়েছে বলে একটি মামলা হয়। পরে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার।