মদ্যপানে বাধা দেওয়ায় মেয়েকে গুলি করে হত্যা

মদ্যপানে বাধা দেওয়ায় নিজের কিশোরী মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, গতকাল শনিবার ভারতের উত্তর প্রদেশের সম্ভলে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম নেম সিং (৫২)। সম্ভল জেলার বন্দরাই গ্রামের বাসিন্দা তিনি। মদ্যপ হিসাবে এলাকায় দুর্নাম রয়েছে তার। মদ্যপান নিয়েই শনিবার কিশোরী মেয়ে নীতেশের সঙ্গে ঝগড়া শুরু হয় বাবার। তখনই দেশি বন্দুক বের করে মেয়েকে গুলি করেন নেম সিং।
গুলির শব্দ শুনে নেম সিং-এর বাড়িতে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরাই পুলিশ খবর দেন ও মেয়েটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।