উত্তপ্ত কাশ্মীর, সেনাবাহিনীর ওপর গ্রেনেড হামলা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। কাশ্মীরের সপুর অঞ্চলে একটি মার্কেটের পাশে এই গ্রেনেড হামলা করা হয়। ওই হামলায় ছয় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আজ সোমবার ভারতীয় সেনাদের ওপর গ্রেনেড হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের ওই গ্রেনেড হামলায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শ্রীনগর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী হামলার ওই স্থান ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছেন তাঁরা তবে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার শ্রীনগরে একটি মার্কেটের পাশে গ্রেনেড হামলা হয়। এতে সাত জন আহত হন। তার আগে শনিবার আরো একটি গ্রেনেড হামলায় ১৪ জন আহত হয়েছিলেন।