ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর পর এবার প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে। জানা গেছে, আগামী ১৮ নভেম্বর শপথ গ্রহণ করবেন তিনি। ১৭ নভেম্বর রঞ্জন গগৈর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
ভারতের সুপ্রিম কোর্টে রঞ্জন গগৈর পরে প্রবীণ ও অভিজ্ঞ বিচারপতিদের তালিকায় শীর্ষে ছিলেন বোবদে। ৬৩ বছর বয়সী শরদ অরবিন্দ বোবদে ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। মহারাষ্ট্রের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও তিনি। ২০২১ সালের ২৩ এপ্রিল এই পদ থেকে অবসর নেওয়ার কথা তাঁর।
বোবদে ভারতের নাগপুরের বাসিন্দা। নাগপুর আইন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। ২০০০ সালে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০১২ সালে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হন। ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন।
চলতি বছরের অক্টোবর মাসেই বিচারপতি বোবদেকে প্রধান বিচারপতি পদে নিযুক্ত করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানানো হয়। এর পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বোবদের নামে সিলমোহর দেন।
বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ভারতের সুপ্রিম কোর্টের ৪৬তম প্রধান বিচারপতি। ২০১৮ সালের ৩ অক্টোবর তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চেই সম্পন্ন হয়েছে ভারতের বহুল বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি।