বই পড়ে নয়, স্টেশনে চা বিক্রি করে বুঝেছি দারিদ্র্য কাকে বলে : মোদি

বর্তমানে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ সৌদি আরব সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। আর সেখানে তিনি নিজের জীবন সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য তুলে ধরেছেন।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, গতকাল মঙ্গলবার এক সাক্ষাৎকারে মোদি বলেন, ‘আমি বড় কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। তাই আমি বই-পুস্তক পড়ে দারিদ্র্য সম্পর্কে জানার সুযোগ পাইনি, বরং আমি দরিদ্রতার মধ্যেই বসবাস করেছি। জীবনের বড় একটা সময় রেলস্টেশনে চা বিক্রি করে আজ এই পর্যন্ত এসেছি।’
মোদি আরো বলেন, ‘যখন একজন দরিদ্র ব্যক্তি নিজেই বলেন যে, তিনি নিজ থেকে তাঁর দারিদ্র্য শেষ করবেন। তখন এর চেয়ে বড় সন্তুষ্টি আর কিছুই হতে পারে না। আমাদের কেবল তখন তাঁকে ক্ষমতা এবং সম্মান অর্জনে সহায়তা করাই উচিত; আর কিছু নয়।’
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত দেশে-বিদেশে ভবিষ্যতে বিনিয়োগের উদ্যোগ (এফআইআই) শীর্ষক বিজনেস ফোরামে এক প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদি এসব কথা বলেন।
এ ছাড়াও ভারতে টয়লেট নির্মাণ ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত দেশের দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষমতাবান করেছে উল্লেখ করে মোদি বলেন, ‘ভারতে যখন পরিবর্তন আসে তখন গোটা বিশ্বের পরিসংখ্যানই বদলে যায়। যা আমাদের কাছে বিরাট গর্ভের একটি বিষয়।’