পরকীয়ার সন্দেহে স্ত্রীর দুই হাত কেটে ফেললেন স্বামী

পরকীয়ার সন্দেহে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীর দুই হাত কেটে ফেলেন স্বামী। ভারতের অন্ধ্রপ্রদেশের কাডাপার কান্দ্রিগা গ্রামে গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওইদিন রাতেই ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার ভুপ্পালুর নারায়ানা স্বামী রেড্ডি জানান, নির্যাতনের শিকার গৃহবধূ পদ্মাবতী অভিযুক্ত শিবার দ্বিতীয় স্ত্রী। তাঁরা দুজনেই কৃষিশ্রমিক। অন্যের চাষের জমিতে কাজ করে সংসার চালান।
পুলিশ জানায়, বিগত কয়েক দিন ধরে স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে শিবা। এরই মধ্যে পদ্মাবতী কাজের কথা বলে বাড়ির বাইরে থাকেন টানা ১০ দিন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ফেরেন পদ্মাবতী। এর পরই তুমুল অশান্তি বাধে।
টানা ১০ দিন পদ্মাবতী কোথায় ছিলেন, শিবা তা জানতে চায়। স্ত্রী হয়েও কেন পদ্মাবতী শিবাকে জানাননি সে কথা, তা নিয়েও ঝগড়া হয় তাঁদের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীর দুই হাত কেটে ফেলে শিবা।
শিবার বিরুদ্ধে স্ত্রীকে খুনের চেষ্টাসহ আইপিসির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর পদ্মাবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশ অফিসার স্বামী রেড্ডি।