ফিলিস্তিনি হত্যায় দুই ইসরায়েলি দোষী সাব্যস্ত
ফিলিস্তিনি এক কিশোরকে হত্যার ঘটনায় ইসরায়েলের একটি আদালত দুজন ইসরায়েলিকে দোষী সাব্যস্ত করেছেন। তবে ওই দুজনের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বিবিসি জানায়, ফিলিস্তিনি নাগরিককে হত্যার ঘটনায় ইসরায়েলের কোনো আদালতে ইসরায়েলি নাগরিকের দোষী সাব্যস্ত হওয়া একটি বিরল ঘটনা।
মামলার অভিযোগপত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০১৪ সালে পশ্চিমতীরে ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ আবু খাদিরকে অপহরণের পর জেরুজালেমে পুড়িয়ে হত্যা করার ঘটনায় ১৭ বছর বয়সী দুই কিশোরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো এক সন্দেহভাজন কিশোরের রায় স্থগিত রাখা হয়েছে। কারণ, ওই কিশোর মানসিকভাবে সুস্থ কি না, সে বিষয়ে এখনো পরীক্ষা চলছে।
এক বছর আগে ঘটে যাওয়া ওই ঘটনার সূত্র ধরে সংবাদমাধ্যম জানায়, পশ্চিমতীরে তিন ইসরায়েলি কিশোরকে হত্যার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনি কিশোর আবু খাদিরকে খুন করা হয়। এসব হত্যাকাণ্ডের পর সহিংসতা ছড়িয়ে পড়ে, যা পরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে রূপ নেয়।
হামাস জঙ্গিদের হাতে নিহত তিন ইসরায়েলি কিশোরের মৃতদেহ উদ্ধারের দুদিন পর আবু খাদিরের মৃতদেহ পাওয়া যায়। ইসরায়েলি তিন কিশোরকে অপহরণ করে হত্যা করা হয়েছিল। ওই তিন ইসরায়েলি কিশোরকে যে দুজন ফিলিস্তিনি অপহরণ করে হত্যা করেছে বলে সন্দেহ করা হয়, ইসরায়েলি সেনারা হেবরনে তাদের আস্তানায় অভিযান চালিয়ে গুলি করে হত্যা করে।
ইসরায়েলি আইনজীবীরা জানান, আদালতে জিজ্ঞাসাবাদের সময় দুই ইসরায়েলি কিশোর ফিলিস্তিনি কিশোরের শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে হত্যার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তির পর জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টের তিনজন বিচারক ওই ঘটনায় দুই ইসরায়েলি কিশোরকে দোষী সাব্যস্ত করেছেন।
বিচারকরা বলেছেন, তৃতীয় অভিযুক্ত ব্যক্তিকেও দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। কিন্তু যেহেতু তার মানসিক স্বাস্থ্য নিয়ে পরীক্ষা চলছে, সে কারণে তার ব্যাপারে রায় স্থগিত রাখা হলো।