রাশিয়া-তুরস্ককে রেষারেষি বন্ধ করতে বলল যুক্তরাষ্ট্র
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/02/photo-1449025107.jpg)
বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্ক ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসনের তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ওবামা এ তাগিদ দেন।
বিবিসির খবরে বলা হয়, এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন ওবামা। তাঁর মতে, তুরস্কের ‘নাগরিক এবং আকাশসীমা রক্ষার অধিকার’কে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনাও নিরসন হওয়া দরকার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সবার সাধারণ হুমকি (ইসলামিক স্টেট বা আইএস) আছে। আমরা সেই হুমকির দিকে দৃষ্টি দিতে চাই।’
‘তুরস্ক ন্যাটোর মিত্র দেশ। আমরা দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তুরস্ক এবং রাশিয়া কীভাবে উত্তেজনা প্রশমন করতে পারে এবং সমস্যা সমাধানে কূটনৈতিক পথ বেছে নিতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি’, যোগ করেন ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওই বক্তব্যের পর ওয়াশিংটনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, আইএসবিরোধী লড়াইয়ে তুরস্কে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি আরো বলেন, সীমান্তে আইএসের তৎপরতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি তুরস্ক।
এদিকে ওবামার সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, তাঁর সরকার রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে চায়। তারা আইএস দমনে দৃঢ়প্রতিজ্ঞ।
গত ২৪ নভেম্বর আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে রাশিয়ার বিমান এসইউ ২৪-কে গুলি করে ভূপাতিত করে তুরস্কের বিমানবাহিনী। এতে বিমানের এক পাইলট নিহত হন। এ ঘটনায় দুই দেশের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়।