সৌদি আরবের হাসপাতালে আগুন, নিহত ২৫
সৌদি আরবের জিজানে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৭ জন মানুষ।
ফেসবুকে দেওয়া পোস্টে সৌদির বেসামরিক নিরাপত্তা দপ্তর অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছে। ওই পোস্টে বলা হয়, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত আড়াইটায় হাসপাতালে আগুন ধরে।
আলজাজিরার খবরে বলা হয়, ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, হাসপাতালের দ্বিতীয় তলা থেকে এ আগুন ছড়িয়েছে। এই তলায় রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং মাতৃস্বাস্থ্য ইউনিট।
অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে যান সৌদি আরবের কর্মকর্তারা। আগুন নেভাতে যোগ দেয় বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের অগ্নিনির্বাপণের ২০টি ইউনিট। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা জিজান। শহরটি ইয়েমেন সীমান্তের উত্তরে অবস্থিত।