ইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে আইএসের গুলি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। আজ বুধবার প্রধানমন্ত্রীর রামাদি শহর পরিদর্শনকালে আইএস জঙ্গিরা ছোট অস্ত্র থেকে গুলি ছোড়ে।
তবে ছোট অস্ত্র থেকে গুলি ছোড়ায় শেষ পর্যন্ত আবাদিকে বহনকারী ওই হেলিকপ্টারটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানিয়েছে আল-জাজিরা। আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরটি গত মঙ্গলবার আইএসের দখলমুক্ত হয়েছিল।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রামাদির আকাশে থাকা অবস্থায় আইএস জঙ্গিরা ইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি নিক্ষেপ করেছে। ছোট অস্ত্র থেকে গুলি ছোড়ায় তা কপ্টারটিতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। পরে হায়দার আল-আবাদিকে বহনকারীকে হেলিকপ্টারটি দক্ষিণাঞ্চলের আনবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদে অবতরণ করে। সেখানে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
আইএসের বিরুদ্ধে ব্যাপক সংঘর্ষের একদিন পর সোমবার রামাদিতে বিভিন্ন সরকারি ভবনে পতাকা উড়িয়েছে সরকারি সেনারা। তবে এসব এলাকায় এখনো আইএসের উত্থানের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এর আগে সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবাদি বলেন, ‘২০১৬ সালে ইরাকে আইএসের উপস্থিতি নিশ্চিহ্ন করা হবে।’ ভাষণে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও আইএসের কাছ থেকে দখলমুক্ত করার আশা ব্যক্ত করেন ইরাকের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২০১৬ হবে বড় এবং চূড়ান্ত বিজয়ের বছর।’
গত সোমবার আইএসের দখলে থাকা রামাদি শহরের নিয়ন্ত্রণ দেশটির সেনাসদস্যরা নিয়েছে বলে জানানো হয়। তবে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, শহরের কিছু কিছু এলাকায় এখনো প্রতিরোধ হচ্ছে।
চলতি বছরের মে মাসে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে সুন্নি মুসলমান অধ্যুষিত আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে আইএস সদস্যরা। গত কয়েক সপ্তাহ টানা যুদ্ধের পর অবশেষে শহরটির দখল আবারও ফিরে পেল ইরাক সরকার। রামাদির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন লুকিয়ে থাকা আইএস সদস্যদের খুঁজছে সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, রামাদি শহরের প্রাণকেন্দ্রের সরকারি ভবনগুলোতে ইরাকের পতাকা উড়ছে। এ ছাড়া আকাশে ফাঁকা গুলি ছুড়ে ইরাকি সেনাদের বিজয় উল্লাস করতেও দেখা গেছে।