ইরাকে সৌদি দূতাবাসে রকেট হামলা
ইরানে সৌদি আরবের দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর এবার ইরাকে দেশটির দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এই খবর জানিয়েছে।
আজ সোমবার সকালে ইরাকের রাজধানী বাগদাদে সৌদি দূতাবাসে রকেট হামলা হয়। এ হামলার পর প্রেস টিভির প্রকাশ করা ভিডিওতে দূতাবাস ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এরপর ইরাকের নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ওই দূতাবাসের ওপর চক্কর দিতে দেখা যায়।
প্রেস টিভি তাদের খবরে জানায়, সৌদি আরবে শিয়া আলেম শেখ নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর পুরো মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকায় যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এ রকেট হামলা তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
১৯৯০ সালে ইরাকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ২৫ বছর পর গত বছরের ১৬ ডিসেম্বর বাগদাদে নতুনভাবে দূতাবাস চালু করেছিল সৌদি আরব।