ইরান দূতাবাসে ‘সৌদি আরবের বিমান হামলা’
ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ইরানের দূতাবাসে বিমান হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে দূতাবাসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ‘ইচ্ছাকৃতভাবে’ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের দূতাবাসে এই হামলার ঘটনার পর সৌদি আরবের সঙ্গে দেশটির চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি গতকাল বুধবার রাতে সানায় ইরানের দূতাবাসে বিমান থেকে এই বোমা হামলাকে ‘ইচ্ছাকৃত কাজ’ এবং ‘আন্তর্জাতিক নিয়মাবলীর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হামলায় আহত ও ক্ষয়ক্ষতির জন্য সৌদি আরব দায়ী।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইরানের এই অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি। তিনি বলেছেন, ‘সানায় বুধবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। এই বিদ্রোহী গ্রুপ পরিত্যক্ত দূতাবাসসহ বেসামরিক স্থাপনা ব্যবহার করে থাকে। এ ছাড়া হুতি বিদ্রোহীদের দেওয়ার তথ্যের ওপর ভিত্তি করে এই অভিযোগের কোনো সত্যতা নেই।’
আহমেদ আসেরি আরো বলেন, সামরিক জোট সব দেশকে তাদের কূটনৈতিক মিশনের ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছিল।
কিন্তু সানায় প্রত্যক্ষদর্শীরা বলেছে, ইরানের দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি তারা দেখতে পায়নি। এখনো এটি আগের মতোই রয়েছে। সানার পার্শ্ববর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই হামলা চালানো হয়েছে।
সম্প্রতি রিয়াদ সন্ত্রাসের অভিযোগে শিয়া আলেম নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করলে তেহরানে সৌদি আরবের দূতাবাস ও মাশাদ শহরে কনস্যুলেট ভবনে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।
সৌদি আরবের সঙ্গে বাহরাইন ও সুদানসহ সুন্নি আরব জোটের কয়েকটি দেশ সম্পর্ক ছিন্নের ঘোষনা দেয়। সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে সম্পর্কের অবনমন ঘটিয়েছে। কুয়েত ও কাতার তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।
এর প্রতিবাদে ইরানও সৌদি আরব থেকে সব ধরনের পণ্য সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানিদের ওমরা হজের জন্য সৌদি আরবের পবিত্র শহর মক্কায় যেতে নিষেধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।