দুবাইয়ের রাস্তায় সিংহের বিচরণ!
নগরীর ব্যস্ত রাস্তায় সিংহের বিচরণ! শুনলেই গা ছমছম করে। এ দৃশ্যের কথা ভাবতে পারে না কেউই। অথচ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর এমন ঘটনাই ঘটল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে পোষা একটি সিংহকে রাস্তায় গর্জন করতে শোনা গেছে।
গালফ নিউজ-এর খবরে বলা হয়, বৃহস্পতিবার দুবাইয়ের আল-বারশা এলাকার রাস্তায় ওই সিংহটিকে দেখা যায়। পরে লোকজনের কাছ থেকে খবর পেয়ে নগর কর্তৃপক্ষ সেখান থেকে সিংহটি উদ্ধার করে।
দুবাইভিত্তিক দৈনিক ‘এমারাত আল ইয়োম’-এর খবরে বলা হয়, মালিকের বাড়ি থেকে পালিয়েছিল সিংহটি। পরে পাশের একটি এলাকায় এটি ঘোরাঘুরি করছিল।
এ বিষয়ে জানতে দুবাইয়ের বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খানের সঙ্গে যোগাযোগ করে গালফ নিউজ। তবে ওই সময় তাঁকে পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকা প্রাণী পোষা দণ্ডনীয় অপরাধ। এর পরও দেশটির অনেক বাড়িতে সিংহ বা এ ধরনের প্রাণী পুষতে দেখা যায়। গত কয়েক বছরে আফ্রিকা থেকে দুবাইয়ে বন্য প্রাণী আনার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে কাস্টমস বিভাগ।