ইরানের পার্লামেন্ট নির্বাচন কাল

ইরানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। দেশটির পার্লামেন্টের ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয় হাজার ২২৯ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৫৮৬ জন।
এ নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার এবারের নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানায়, আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার সকাল ৮টায় নির্বাচনী প্রচারাভিযান শেষ হয়েছে।
নির্বাচনের আগে বুধবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আল খামেনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা বলেছেন, শত্রুরা নানাভাবে ষড়যন্ত্র করেও ইরানের ক্ষতি করতে না পেরে এখন নির্বাচনী পদ্ধতির ভেতর দিয়ে এ দেশে প্রভাব বিস্তার করতে চায়।
আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, ইরানি জনগণ সরকারপন্থী বা সরকারবিরোধী কোনো পার্লামেন্ট চায় না। তারা চায় এমন একটি সাহসী পার্লামেন্ট যা যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর রক্তচক্ষুকে ভয় পাবে না।
দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নির্বাচনে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানিও। এ ছাড়া ইরানের সব রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।