ভারতে ১০ কোটির বেশি পুরুষ ধূমপায়ী

ভারতে যেকোনো সময়ের চেয়ে পুরুষ ধূমপায়ীর সংখ্যা বেড়েছে। দেশটিতে গত বছর পুরুষ ধূমপায়ী ছিলেন ১০ কোটি ৮০ লাখ।
চিকিৎসাবিষয়ক সাময়িকী বিএমজে গ্লোবাল হেলথ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতে ১৯৯৮ সালে পুরুষ ধূমপায়ীর সংখ্যা ছিল সাত কোটি ৯০ লাখ। ২০১৫ সাল পর্যন্ত ১৭ বছরে ধূমপায়ী বেড়েছে দুই কোটি ৯০ লাখ।
প্রতিবেদনে বলা হয়, নারী ধূমপায়ীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি। বর্তমানে দেশটিতে নারী ধূমপায়ী আছেন এক কোটি ১০ লাখ।
প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যার দিক থেকে চীনের পরের অবস্থানে আছে ভারত। চীনে ৩০ কোটি ধূমপায়ী আছেন। তাঁদের প্রতি চারজনে একজন ধোঁয়াবিহীন তামাক (চুইংগামসদৃশ) সেবন করেন।
বিএমজে গ্লোবাল হেলথের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতে তামাক নিয়ন্ত্রণে নেওয়া ব্যবস্থাগুলো তেমন কাজে আসেনি। দেশটিতে প্রকাশ্যে ধূমপান নিষেধাজ্ঞা আছে। অথচ ১৫ থেকে ৬৯ বছর বয়সী ধূমপায়ীদের সংখ্যা তেমন কমেনি।
গবেষণায় দেখা যায়, ভারতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ছয় কোটি ১০ লাখ লোক সিগারেট সেবন করেন। আর ছয় কোটি ৯০ লাখ লোক বিড়ি সেবন করেন।