আরো কয়েকজনকে শুনানিতে ডেকেছে ফিলিপাইনের সিনেট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সিনেট শুনানিতে আরো কয়েকজনকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এঁদের মধ্যে সোলার ক্যাসিনোর দুই জাংকেট অপারেটর ও দেশটির অভ্যন্তরীণ রাজস্ব ব্যুরোর (বিআইআর) প্রতিনিধিরা রয়েছেন।
আজ শুক্রবার ফিলিপাইনের পত্রিকা ইনকোয়ারার জানিয়েছে, শুনানিতে রেমিট্যান্স প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের বার্তাবাহককেও উপস্থিত হতে বলা হয়েছে।
ক্যাসিনোর দুই জাংকেট অপারেটর হলো সানসিটি গ্রুপ জাংকেট ও গোল্ডমুন জাংকেট। আর ফিলরেমের বার্তাবাহক হলেন মার্ক পালমারেস।
এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থের ৪৬ লাখ ডলার ফিলিপাইনের অ্যান্টিমানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ফেরত দিয়েছেন অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। এর মধ্যে আট কোটি ১০ ডলার যায় ফিলিপাইনে ও দুই কোটি যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির ঘটনার জের ধরে সম্প্রতি গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।