আইএসের বিরুদ্ধে লড়তে ইরাকে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে ইরাকে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরাকের বৃহত্তম শহর মসুল এখনো আইএসের নিয়ন্ত্রণে আছে। শহরটির দখল নিতে ধাবিত হচ্ছে ইরাকের সেনারা। তাদের সাহায্য করতে প্রায় ২০০ মার্কিন সেনাকে পাঠানো হবে। তাদের বেশির ভাগই ইরাকি সেনাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকে সেনা পাঠানোর বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘আমরা দেখছি, ইরাকিরা যুদ্ধ চালিয়ে ময়দানি লড়াইয়ে জিততে ইচ্ছুক। তাই তাদের প্রতি আমাদের অধিকতর সমর্থন নিশ্চিত করা দরকার।’
‘আমার প্রত্যাশা, এ বছরের শেষের দিকে, আমরা এমন এক পরিবেশ তৈরি করতে পারব, যাতে মসুলের নিয়ন্ত্রণ নেওয়া যাবে।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকি সেনাদের সহায়তায় যুক্তরাষ্ট্র অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহারের অনুমোদন দিয়েছে। এতে করে যুদ্ধক্ষেত্রে ইরাকিরা আরো দ্রুত সহায়তা পাবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের বাগদাদ সফরের সময় সেনা পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কার্টার বিষয়টি নিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি, দেশটির সেনা কমান্ডারসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।