আকাশেই পাঁচতারকা হোটেল!

যুক্তরাজ্যের লন্ডন থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যেতে চান। টিকেটের দাম পড়বে ৮০ হাজার মার্কিন ডলারেরও বেশি। শুনেই আঁতকে উঠলেন? অবাক হওয়ার মতোই তথ্যটি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ।
বিমান সংস্থাটির তথ্যমতে, বিলাসবহুল এই উড়ান সফরের আনন্দ হবে একেবারেই আলাদা। আশি হাজার ডলারের ওই টিকেটের বিনিময়ে বিমান সংস্থা যাত্রীদের দিচ্ছে ১২৫ বর্গফুটের তিন রুমের বিলাসবহুল একটি স্যুট। এয়ারবাস এ-৩৮০ বিমানের ওই সুটের নাম ‘রেসিডেন্স’। আর এই রেসিডেন্সে মিলবে পাঁচতারকা হোটেলের সব সুবিধাই।
বিলাসবহুল এই স্যুটটি গ্রাহক আরো একজনের সঙ্গে শেয়ার করতে পারেন। ডাবল বেডের ওই স্যুটে আছে আলাদা বাথরুম। লিভিং রুমে থাকবে ৩২ ইঞ্চির ফ্ল্যাট টিভি। থাকবে ফোল্ডিং ডাইনিং টেবিল এবং লেদারের সোফাও। এ ছাড়া ওই টিকেটে বিমানবন্দরে আলাদা চেক-ইন এবং ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধাও দেওয়া হচ্ছে যাত্রীদের।
সব মিলিয়ে বিলাসবহুল এই উড়ানকে ‘আকাশেই পাঁচতারকা হোটেল’ নামে আখ্যা দিয়েছে বিমান সংস্থা ইতিহাদ।