আরব আমিরাতে গাড়িচাপায় ২ বাংলাদেশি নিহত

পুরোনো ছবি। খালিজ টাইমস
সংযুক্ত আরব আমিরাতে দ্রুতগামী গাড়ির নিচে চাপাপড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশটির শারজাহ নগরীর আল দাইদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি চাপা দিয়ে গেলে দুই বাংলাদেশির মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।