সৌদি আরবে হুতির হামলা, নিহত ২
সৌদি আরবের ভূখণ্ডে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া মর্টার হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। একই সঙ্গে পাঁচ সৌদি সেনাকে অপহরণের খবরও পাওয়া গেছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক সপ্তাহ ধরে চালানো বোমা হামলার জবাবে নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ করতেই হুতি বিদ্রোহীরা এই হামলা চালায় বলে জানিয়েছে আলজাজিরা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী নাজরান শহরে মঙ্গলবার এই হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এর পর থেকে শহরটির স্থানীয় বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ও সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে সৌদি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি বলেছেন, হুতি হামলার জবাব দেবে সৌদি নেতৃত্বাধীন জোট। তিনি বলেন, ‘আজ যা হয়েছে, তা হুতি মিলিশিয়াদের বিশৃঙ্খলার অংশ। তবে এটাও বলছি যে, সৌদি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের উপায় বেছে নেওয়া হবে।’
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক উপজাতীয়/আদিবাসী নেতা বার্তা সংস্থা এপিকে জানান, অস্ত্রধারী হুতি বিদ্রোহীরা ইয়েমেনের অভ্যন্তরের সীমান্ত এলাকা থেকে এ হামলা চালিয়েছে। এই সীমান্ত এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল।
এই হামলার খবর সে সময় এলো, যখন সৌদি বাদশাহ সালমান আরব উপসাগরীয় অঞ্চলের নেতাদের নিয়ে ইয়েমেনে ত্রাণ বিতরণের বিষয়ে বৈঠক আহ্বান করেছেন এবং জাতিসংঘকেও তাঁদের এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।