দুবাইয়ে আবাসিক ভবনে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের পাম জুমেইরাহ এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ওশানা কমপ্লেক্সের একটি ভবনে আগুন লাগে। আগুন লাগার পর পরই দুবাইয়ের আল কুয়োজ, হামেরিয়া ও কারামা জেলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘ওশানা আবাসিক এলাকায় রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। কমপক্ষে ১০টি তলায় আগুন লাগে। প্রথমে ভবনের ওপরের অংশে আগুন লাগে। পরে তা নিচের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।’
এ বিষয়ে মাহমুদ হামাদ নামের দুবাই সিভিল ডিফেন্সের একজন মূখপাত্র জানিয়েছেন, ‘বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন কোথা থেকে বা কোন তলা থেকে ছড়িয়ে পড়েছে তা জানা জায়নি। তবে আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।’
এদিকে আগুন লাগার পর থেকেই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করেন প্রত্যক্ষদর্শীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।