রাশিয়ার ৮০ কোম্পানির ওপর জাপানের নিষেধাজ্ঞা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/26/flag-flags-crossbred-japan-russian-russia-3894861.jpg)
জাপান ও রাশিয়ার পতাকা। পিক্সেলস.কম থেকে নেওয়া ছবি
রাশিয়ার ৮০টি কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান। আজ শুক্রবার (২৬ মে) এ কথা জানিয়েছে দেশটির সরকার।
নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রাশিয়ান মোবাইল ফোন অপারেটর মেগাফোন, ফেডারেল সার্ভিস অব মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশন, রাশিয়ান ফাউন্ডেশন ফর অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস ইন দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি, এনপিও লাভোচকিন ডিজাইন ব্যুরো, কামাজ ট্রাক মেকার, স্কোলকোভো ফাউন্ডেশন এবং স্কোলকোভো বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট।
জাপান সরকার জানায়, তারা শিগগিরই ‘রাশিয়ার এমন কিছু পণ্যের রপ্তানি নিষিদ্ধ করবে, যা দেশটির শিল্পের প্রসারে সহায়তা করে’। তবে তাদের এসব পণ্যের তালিকা পরে তৈরি করা হবে।