ভারতের ওড়িষ্যায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/02/india-rail-accident.jpg)
ভারতের ওড়িষ্যায় বালাশোর এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে আরেকটি ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষে হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন মারা গেছে। এ ছাড়া এখনও অনেকেই ট্রেনের ভেতরে আটকা পড়েছে। আজ শুক্রবার (২ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
এনডিটিভির প্রতিবেদনে দেওয়া তথ্যানুসারে, ব্যাঙ্গালুরু থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রেন। সেটি লাইনচ্যুত হয়েছিল। তার কয়েকটি বগির সঙ্গে সংঘর্ষ হয় করমন্ডল এক্সপ্রেস নামের অপর ট্রেনের। এটি কলকাতা থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল।
ওড়িষ্যা ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু সারাঙ্গি উদ্ধারকাজ তদারকি করছেন। এ ছাড়া আশেপাশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে সতর্ক করে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হিন্দুস্তান টাইমসের শেষ তথ্য বলছে, এই ঘটনায় ১৭৯ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে যায় আর অন্য ট্রেনটির দুটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হিন্দুস্তান টাইমসের শেষ তথ্য বলছে, এই ঘটনায় ১৭৯ জন আহত হয়েছে।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর একশ’রও বেশি ডিজাসটার রিলিফ ফোর্সের সদস্য আটকে পড়া যাত্রীদের ট্রেনের বগিগুলোর ভেতর থেকে লোহার কাঠামো কেটে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলমন্ত্রী অশ্বিনি বিষ্ণুর সঙ্গে কথা বলেছেন। মোদি এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বলেন, ‘ওড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় আমি বিমর্ষ। এই বিষাদের সময়ে আমার চিন্তা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং দুর্ঘটনার শিকার লোকজনকে সম্ভাব্য সবধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/02/5588.jpg)
এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইটার বার্তায় জানিয়েছেন তিনি প্রতিনিয়ত ঘটনা পর্যবেক্ষণ করছেন।
ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক রাজস্বমন্ত্রী প্রমিলা মালিককে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।