পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আইসিইউতে

বুদ্ধদেব ভট্টাচার্য। উইকিপিডিয়ায় প্রকাশিত ছবি
গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ শনিবার (২৯ জুলাই) তাঁকে দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার হঠাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট বেড়ে যায়। এসময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর ফুসফুসের সমস্যা রয়েছে। বাড়িতে শয্যাশায়ী ছিলেন তিনি।
উডল্যান্ডস হসপিটালে আজ পরীক্ষা করে জানা যায়, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমছে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
সাবেক এই মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য আলিপুরের এই বেসরকারি হাসপাতালে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।