মধ্যপ্রাচ্য ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ডাক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/07/untitled.jpg)
হামাস ও ইসরায়েলের চলমান লড়াইয়ের জেরে জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামীকাল রোববার (৮ অক্টোবর) এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে জাতিসংঘ থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
আজ শনিবার (৭ অক্টোবর) বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বেলা ৩টার দিকে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ১৯০০) বৈঠকটি অনুষ্ঠিত হবে।’
হামলা-পাল্টা হামলার জেরে উত্তপ্ত ও রক্তাক্ত গাজা উপত্যকা। অবশ্য হামলাটি আগে চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস, যা এখনও চলমান। জবাবে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলও। হঠাৎ, করে হামাস কেন হামলা চালাল, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে, সংগঠনটির দাবি, স্বাধীনতার জন্যই তারা হামলা চালিয়েছে।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়ছে। অন্যদিকে, হামাসের হামলায় ১০০ ইসরায়েলি মারা গেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/10/07/jaatisngher-niraapttaa-prissd.jpg)
আন্তর্জাতিক সহায়তা সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার (এমএসএফ) জানিয়েছে, দক্ষিণ গাজায় একটি ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাসপাতালটির সামনে থাকা একটি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এমএসএফ লেখে, ‘ইসরায়েলি হামলায় একজন নার্স ও একজন অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। হামলায় হাসপাতালের একটি অক্সিজেন স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
সংস্থাটি বলছে, ‘স্বাস্থ্য পরিষেবা হামলা লক্ষ্যবস্তু হতে পারে না। আমরা সব পক্ষকে স্বাস্থ্য অবকাঠামোকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।’