ফেসবুক-ইনস্টাগ্রামে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা থেকে সরে এলো মেটা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান মনোনীত এই প্রার্থী জয়ী হয়ে যেতে পারেন হোয়াইট হাউসে, এমনটা মনে করছেন অনেকে। এই ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটারও। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে, এজন্যেই নাকি অ্যাকাউন্ট ফেরত পেয়েছেন ট্রাম্প।
গতকাল শুক্রবার (১২ জুলাই) ট্রাম্পের প্রোফাইল ফিরিয়ে দেওয়ার ঘোষণায় মেটা জানায়, একজন রাজনীতিবিদ হিসেবে আগামী নির্বাচনের আগে তার (ট্রাম্প) মতামত সম্পর্কে জনগণের জানা প্রয়োজন। দেশটির পরবর্তী রাষ্ট্রপতির চিন্তাধারা জনগণকে জানতে দেওয়া আমাদের দায়িত্ব।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী সপ্তাহে রিপাবলিকান কনভেনশনসহ শীঘ্রই দলীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির প্রার্থীদের শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হবে।’
সংস্থাটি বলেছে, রাষ্ট্রপতি পদের সব প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল একই মানদণ্ডের অধীনে থাকবে। সব ধরনের ঘৃণাত্মক বক্তব্য ও সহিংসতার প্ররোচণা বন্ধ করার জন্য যে নীতিমালা রয়েছে, সেটি মানতে হবে সবাইকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সিইও মার্ক জুকারবার্গ ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের ফেসবুক প্রোফাইল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিলেন। সে সময়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছিল। ওই সংঘর্ষে জড়িতদের সমর্থন দেওয়ায় ট্রাম্পের প্রোফাইলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
মেটার অভিযোগ ছিল, মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে গুজব ছড়াচ্ছিলেন ট্রাম্প। নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে বলে বারবার গুজব ছড়িয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করেছিলেন।